Wellcome to National Portal
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ নভেম্বর ২০১৫

জাতীয় গ্রন্থাগারের সাধারণ তথ্য

ভবন : ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার ভবন নির্মান কাজ শুরু হয় এবং ১৯৮৫ সালে তা শেষ হয়। ১৯৮৬ সালে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করে ।
কার্যক্রম : জাতীয় গ্রন্থাগারের যাবতীয় কারিগরি /পেশাগত কার্যক্রম উইং প্রধান হিসেবে চিফবিবলিওগ্রাফার উপপরিচালকের মাধ্যমে হয়ে থাকে।
প্রক্রিয়াকরণ জনবল  :  বাংলাদেশ  জাতীয় গ্রন্থাগারের ০১ জন পরিচালক ,চীফ বিবলিওগ্রাফার /উপপরিচালক
০১ জন, প্রথম শ্রেনির কর্মকর্তা ০৬ জন এবং কর্মচারী ৫৫ জন সহ সর্বমোট কর্মকর্ত ও কর্মচারীর সংখ্যা ৬৩ জন।
বই কেনার বরাদ্দ : বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার জাতীয় এবং আন্তর্জাতিক প্রকাশনা সামগ্রী কেনার জন্য প্রতি অর্থবছরে ১০ লক্ষ টাকা সরকারি বাজেটের আওতায় থাকে।  
বিধি এবং আইন কানুন : বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার বাংলাদেশ কপিরাইট আইনের বাধ্যতামূলক প্রকাশনা জমাদান বিধী অনুসরন করে। জাতীয় গ্রন্থাগারের পৃথক ও পুর্ণাঙ্গ আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে।
সংগ্রহের ধরণ   :
বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে কোন ভাষার বই, সাময়িকী ,সংবাদ পত্র, ম্যাগাজিন , মানচিত্র, সরকারি সংস্থার মৌলিক ও প্রথম প্রকাশনা, জাতীয় পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত ব্যক্তিদের জীবনী ও সাহিত্য কর্ম, এশিয়া মহাদেশের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার উপর প্রতিনিধিত্বমূলক প্রকাশিত বই, বিদেশে প্রকাশিত যে কোন লেখক কর্তৃক বাংলাদেশে সম্পর্কিত ইংরেজি ভাষায় বই, নোবেল বিজয়ী লেখকদের এবং বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্বের জীবনীসহ জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বই।

সুবিধাভোগি  :  
গবেষক ,পন্ডিত, লেখক,  প্রকাশক, সাহিত্যিক, ,শিক্ষার্থী , সাংস্কৃতিক সংঘঠন  কর্মী, প্রশাসক , নীতি নির্ধারক, বুদ্ধিজীবী ,এবং সাধারণ নাগরিক ও সরকারের অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ এই প্রতিষ্ঠানের সুবিধাভোগি ।
আন্তর্জাতিক সংশ্লিষ্টতা:  
বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার IFLA, ISBN, CDNLAO, UNLNET, ACCU, LC এর সদস্য।
“জাতীয় গ্রন্থাগারের কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ” এ্বং “বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারে আধুনিকীকরণ ” শীর্ষক  উন্নয়ন প্রকল্প সম্প্রতি বাস্তবায়িত হয়।বর্তমান জাতীয় গ্রন্থাগার আধুনিকায়ন শীর্ষক প্রকল্প দুটি চচঘই  চলকান আছে।
সদ্যসমাপ্ত মর্ডানইজেশন প্রকল্প, PPNB এবং চলমান PPNB: “জাতীয় গ্রন্থগারের কর্মীদের দক্ষতা উন্নায়নের জন্য প্রশিক্ষণ” এবং “বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার অধুনিকীকরণ” শীর্ষক উন্নয়ন প্রকল্প সম্প্রতি বস্তবায়িত হয়েছে। বর্তমানে জাতীয় গ্রন্থাগার মান উন্নয়ন শীর্ষক একটি চলমান চচঘই  রয়েছে।
রাজস্ব আয় :
 সদস্যপদ ফি, সদস্যপদ কার্ড নবায়ন, ফটোকপি সেবা এবং লাইব্রেরি মিলানায়তন ভাড়া ইত্যাদি বাবদ বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার হতে প্রতি বছর ০.৫ লক্ষ টাকা রাজস্ব আয় হয়।
যন্ত্রপাতি ও সরঞ্জাম:
বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার প্রকল্পের মাধ্যমে ০৬টি স্ক্যানার , ০২টি সার্ভার , ০৩টি ফটোকপি মেশিন ,শ্রবণ ও দর্শন  ক্যামেরা , CCTV,  ইন্টারকম সিস্টেম, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক যন্ত্র, সুরক্ষা সিস্টেম চালু করা হয়েছে।
ওয়েবসাইট:  
অধিদপ্তরের জন্য একটি নির্ধারিত www.nanl.gov.bd  নামক কমন ওয়েব  সাইট চালু রয়েছে। এছাড়াও বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারের জন্য পৃথক ডায়নামিক ওয়েব সাইট www.nlb.gov.bd    নামে চালু হয়েছে।
সফ্টওয়্যার :
বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার আধুনিকায়নের জন্য ০২টি সফটওয়্যার চালু রয়েছে  Integrity Library System এর জন্য KOHA সফট্ওয়্যারের মাধ্যমে OPAC চালু করা হয়েছে। এছাড়া GreenStone সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল গ্রন্থাগার চালু করা হয়েছে। য়ার মাধ্যমে পাঠক ও গ্রবেষকদের অনলাইন সেবা প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষণ:
 জাতীয় গ্রন্থাগারের সকল কর্মকর্তা ও ৩২ জন কর্মচারী  ২০১২-১৩ ও ২০১৩-১৪  অর্থবছরে বিভিন্ন বিষয়ের উপর পেশাদারী প্রশিক্ষণ প্রহণ করেছেন।