Wellcome to National Portal
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ডিসেম্বর ২০২৩

মহাপরিচালকের জীবনালেখ্য

ড. সালমা মমতাজ

মহাপরিচালক (অতিরিক্ত সচিব)

 

ড. সালমা মমতাজ গত ০৩ ডিসেম্বর ২০২৩ তারিখে মহাপরিচালক হিসেবে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে যোগদান করেন। তিনি গত ৩২(বত্রিশ) বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবালয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক পদে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদে খাদ্য মন্ত্রণালয়ে ৯ বছর কাজ করেছেন (২০১৫-২০২৩)। এছাড়া তিনি উপসচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে (২০১৩-২০১৪) ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে (২০১১-২০১২) কাজ করেছেন। তিনি উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদে মন্ত্রীপরিষদ বিভাগে ৫বছর (২০০৭-২০১১), সিনিয়র সহকারী কমিশনার ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করেছেন (২০০২-২০০৫)। এছাড়া তিনি সিনিয়র সহকারী সচিব পদে তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ে (২০০০-২০০২), সহকারী সচিব পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে (১৯৯৭-২০০০) ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে (১৯৯৫-১৯৯৬) কাজ করেছেন। তিনি ১০ম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে ১১ই ডিসেম্বর ১৯৯১ খ্রিঃ তারিখে  সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন তৎকালীন আইপিজিএমআর অর্থাৎ বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে গভর্নেন্স ও ডেভেলপমেন্ট বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় হতে এমএ ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে ২০১৮খ্রিঃ পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয়বস্তু ছিল “Gender Equality in Public Administration: Study on the Administration Cadre of Bangladesh Civil Service” ।

তিনি বৈদেশিক প্রশিক্ষণ এবং সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।