Wellcome to National Portal
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২৪

জাতীয় গ্রন্থাগার সংগ্রহ

সংগ্রহ  :
ন্যাশনাল লাইব্রেরীর সংগ্রহ জাতির সাংস্কৃতিক সম্পদ। বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার সংগ্রহের প্রধান বৈশিষ্ট্য হল এটি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা যেমন ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য শিল্পকলা, পুরাতত্ত্ব, আরকাইভস, ধর্ম, দর্শন, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, প্রকৌশল, কৃষি, অর্থনীতি, গ্র্রন্থাগার ও তথ্য প্রযুক্তি উন্নয়ন, প্রশাসন, পরিবেশ বিজ্ঞান, মহিলা বিষয়ক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে দেশি বিদেশি নতুন নতুন প্রকাশনা সহযোগে যথাসম্ভব ধারাবাহিকভাবে গড়ে উঠে এবং দেশের সকল শ্রেণির গবেষক/পাঠকদের ব্যবহার উপযোগি করে প্রযুক্তি সহযোগে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ের উপর প্রতিনিধিত্বমূলক বিদেশি বিশেষ করে দক্ষিণ এ্রশিয়া/ সংগ্রহ স্টাডি বিষয়ক প্রকাশনার সংগ্রহ আমাদের দেশের  জাতীয় গ্রন্থাগারই মূলত এ সকল সংগ্রহ ছাড়াও জাতীয় গ্রন্থাগার কপিরাইট আইনের অধীনে দেশের অভ্যন্তরে প্রকাশিত সকল প্রকাশনা এবং দান, সৌজন্য বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিগত অনুদান এর প্রকাশনা সংগ্রহ করে থাকে।
 

সংগ্রহ সংখ্যা :
জাতীয় গ্রন্থাগারের সকল প্রকার সংগ্রহ সংখ্যা আনুমানিক ৫(পাঁচ) লক্ষ এর বেশি। ব্যবহারযোগ্য বই এর সংখ্যা ২ (দুই) লক্ষ।
*বাঁধাইকৃত বাংলা দৈনিক সংবাদপত্রের শিরোনাম সংখ্যা ১০৩ টি
*বাঁধাইকৃত ইংরেজি দৈনিক সংবাদপত্রের শিরোনাম সংখ্যা ৩১টি
*বাঁধাইকৃত বাংলা সাময়িকির শিরোনাম সংখ্যা ১৫০টি
*বাঁধাইকৃত ইংরেজি সাময়িকির শিরোনাম সংখ্যা ৮টি
*ডিষ্ট্রিক্ট গেজেটিয়ার (ব্রিটিশ আমলের) শিরোনাম সংখ্যা ৩০৯টি
*মানচিত্রের সংখ্যা ১৬৮৭ টি
*মাইক্রোফিল্ম রোল ৫৯টি (১৮৭৫-১৯২৬)পর্যন্ত
*মাক্রোফিল্ম ১৫০০টি (১৯৮৫-১৯৯২)পর্যন্ত
*১৯৬৮-২০১২ পর্যন্ত কপিরাইট আইনের অধীনে সংগ্রহ ৬৩৫৭০ টি
*২০১৩ সালে কপিরাইট আইনের অধীনে সংগ্রহ ৩৬৪৫ টি