বাংলাদেশ জাতীয় আরকাইভস ও জাতীয় গ্রন্থাগার তার সংগ্রহ ও সেবা বৃদ্ধি এবং সাধারণ জনগণের সচেতনা বৃদ্ধির লক্ষ্যে নির্দিষ্ট কিছু নিয়ম-নীতি এবং কার্যক্রম অনুসরণ করে। এসব নীতিমালা ও কার্যক্রম ইতিমধ্যে বৃহত্তরভাবে দেশ ও জনগণের উপর কার্যক্রর প্রভাব সৃষ্টি করেছে। অধিকন্তু অধিদপ্তরটিতে আরোকিছু প্রাতিষ্ঠানিক বিশেষ উন্নয়নের সুযোগ রয়েছে।
জাতীয় আরকাইভস নীতিমালা এবং গাইডলাইন:
জাতীয় গ্রন্থাগার নীতিমালা ও গাইডলাইন: