Wellcome to National Portal
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st অক্টোবর ২০২৪

জাতীয় গ্রন্থাগার সেবা

১. পাঠকসেবা :
বাংলা ও ইংরেজি সংগ্রহের জন্য পৃথক দুটি এবং সংবাদপত্রের জন্য একটি মোট তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত পাঠকক্ষের মাধ্যমে পাঠকসেবা প্রদান করা হয়।
২. রেফারেন্স সেবা :
শিক্ষা, গবেষণা বা দাপ্তরিক প্রয়োজনে প্রশাসন, নীতি নির্ধারক, পেশাজীবী, দেশি  বিদেশি  প্রতিষ্ঠান এবং বিভিন্ন দপ্তরকে বৈচিত্রধর্মী সংগ্রহ সম্ভার থেকে রেফারেন্স সেবা প্রদান করা হয়।
৩. গ্রন্থপঞ্জি সেবা :  
জাতীয় পর্যায়ে কোন গবেষণার প্রয়োজনে বা অন্যান্য গবেষণার গুরুত্ব বিবেচনা সাপেক্ষে উপযুক্ত গবেষক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়ের গবেষক পাঠকে তথ্য সেবা গ্রন্থপুঞ্জিমূলক সেবা দেয়া  হয় ।
৪. ফটোকপি সেবা :
গ্রন্থাগার ব্যবহারকারি গবেষক সদস্যদেরকে বই প্রতি পৃষ্টা ২/- টাকা, রেকর্ডস এবং বিপোর্ট প্রতি পৃষ্টা ৩/- টাকা এবং সমসাময়িক সংবাদ পত্র ৫/- টাকা হারে ফটোকপি সেবা প্রদান করা হয় [ বাঁধাইকৃত সংবাদ পত্রের ফটোকপি দেয়া হয় না। ]
৫. আইএসবিএন বরাদ্দ সেবা :
 বাংলাদেশের বই জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিতি করে তোলার লক্ষে ল-নস্থ আইএসবিএন আইনটির নীতিমালার আওতায় বাংলাদেশ সরকারি আইএসবিএন কর্তৃপক্ষকে বার্ষিক চাদা প্রদান করে থাকে।
৬. ইন্টারনেট সাচিং এবং ই- মেইল  ব্রাউজিং সেবা  :
 বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার এর পাঠক কক্ষে সদস্যদের জন্য ইন্টারনেট এবং ই -মেল ব্রাউজিং এর WiFi সংযোগ সুবিধার আওতাভূক্ত সেবা প্রদান করা হয়।
৭.মাইক্রোফিল্ম পাঠক সেবা  :
গবেষকদের অনুরোধের  কিছু নির্দিষ্ট বিষয়ের মাইক্রোফিল্ম  পাঠসেবা প্রদান করা হয়।
৮. মানচিত্র সেবা :
 শুধুমাত্র গবেষক শ্রেনির পাঠকদের গবেষণা কাজের প্রয়োজনে গ্রন্থাগারে মানচিত্র ব্যবহারের সুবিধা পেয়ে থাকেন ।
৯. ধার সেবা :
সাধারণত বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার হতে বই ধার দেয়া হয় না , তবে  আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালকের বরাবর সংস্থাপ্রধানের আনুষ্ঠানিক পত্রপেষ সাপেক্ষে সরকারি দপ্তর সংস্থা প্রতিষ্ঠান মন্ত্রি, প্রতিমন্ত্রি,উপ-মন্ত্রি,সংসদ সদস্য,একটি নির্দিষ্ট সময়ের জন্য সুবিধা গ্রহণ করতে পারেন।

১০.আনুষাঙ্গিক সুবিধা :
জাতীয় গ্রন্থাগারের লক্ষ্য উদ্দেশ্য এবং আদর্শ এর সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো প্রয়োজন / উদ্দেশ্যে কোন প্রতিষ্ঠান নির্ধারিত ফি এর মাধ্যমে জাতীয় গ্রন্থাগারের ৩০০ আসন বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তন ও প্রদর্শনী গ্যালারী  ব্যবহার সুবিধা পেতে পারেন।