Wellcome to National Portal
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ August ২০২০

অনলাইন ISBN সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা ও উত্তর

১। কোন লিংকে ISBN এর জন্য আবেদন করা যাবে?

উত্তর: isbn.teletalk.com.bd এই লিংকে ক্লিক করে ISBNএর জন্য  প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে।  আপনার নিজস্ব প্রকাশনা সংস্থা থাকলে প্রকাশনা সংস্থার নামে রেজিস্ট্রেশন (Publisher Registration) করবেন। অন্যথায় লেখক রেজিস্ট্রেশন (Author Registration) করবেন। এরপর, Application for ISBN এ গিয়ে আবেদন করা যাবে।

 

২। অনলাইনে আবেদন জমাদানের কতদিন পর ISBN পাওয়া যাবে?

উত্তর: অনলাইনে আবেদন জমাদানের ২৪ ঘন্টার মধ্যে ISBN পাওয়া যাবে (সরকারি ছুটির দিন ব্যতিত)।

 

৩। Author Registration করতে কি কি কাগজপত্রাদি Upload করতে হবে?

উত্তর: Author Registration করতে Author এর NID, ফটো ও স্বাক্ষর স্ক্যান করে ফর্মে বর্নিত মাপ অনুযায়ী Upload করতে হবে।

 

৪। Publisher Registration করতে কি কি কাগজপত্রাদি Upload প্রয়োজন?

উত্তর: Publisher Registration করতে প্রকাশনা সংস্থার পুস্তক প্রকাশক হিসাবে নেয়া ট্রেড লাইসেন্স, NID, প্রোপ্রাইটরের ফটো ও স্বাক্ষর স্ক্যান করে Upload করা প্রয়োজন।

 

৫। ISBN ফি কত?

উত্তর: প্রতি বইয়ের ISBN ফি ৫০/-(পঞ্চাশ) টাকা যা সরকার কর্তৃক নির্ধারিত। তবে অনলাইনে পরিশোধের ক্ষেত্রে আরো ৬/- টাকা যুক্ত হবে।

 

৬। ISBN ফি পরিশোধের পদ্ধতি কি?

উত্তর: ISBN ফি সরকার নির্ধারিত হারে ১৬২২২ নম্বরে বর্ণিত নির্দেশনা মোতাবেক টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে। এ টাকা মোবাইল সিমের ব্যালেন্স হতে কর্তন হবে।

 

৭। ISBN কিভাবে পাওয়া যাবে?

উত্তর: লেখক ও প্রকাশকগণ রেজিস্ট্রেশনের সময় প্রাপ্ত User ID দিয়ে লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করে ডাউনলোড অপশনে ক্লিক করলে QR code ও Barcodeসহ ISBN পাবেন।                                         

 

৮। বইয়ে ISBN এর সাথে কোন কোড ব্যবহার করা উচিত?

উত্তর: বইয়ে ISBN এর সাথে QR code ব্যবহার করা উচিত। কারণ, এই কোড স্ক্যান করলে আপনার বইয়ের বিস্তারিত তথ্য বিশ্বের যেকোন প্রান্ত হতে যেকেউ দেখতে পারবে।