ফরিদ আহমদ ভূঁইয়া
মহাপরিচালক
মহাপরিচালকের বিস্তারিত জীবনবৃত্তান্ত
জনাব ফরিদ আহমদ ভূঁইয়া ৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে মহাপরচালক পদে যোগদান করেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন। তাঁর সুদীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন, একাধিক সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে তিনি ৩টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেন। এছাড়া মন্ত্রণালয় পর্যায়ে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সিনিয়র সহকারী সচিব পদে, নির্বাচন কমিশন সচিবালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব পদে কর্মরত ছিলেন।
জনাব ভূঁইয়া ২০০৬ সালে উপসচিব, ২০১৩ সালে যুগ্মসচিব এবং ২০১৬ সালে সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন।
জনাব ভূঁইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে বি.এস.এস (অনার্স) এবং এম.এস.এস ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি জাপানের ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকনমিজ এডভান্সড স্কুল থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ-এ ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।
পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ ও বিভিন্ন সরকারি দায়িত্ব পালনে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেন।