Wellcome to National Portal
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মার্চ ২০২৩

মহাপরিচালকের জীবনালেখ্য

 
 
 
গৌতম কুমার
মহাপরিচালক (অতিরিক্ত সচিব)
 
জনাব গৌতম কুমার গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসাবে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে যোগদান করেন। উক্ত পদে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিব (IPAS) এবং মহাপরিচালক (B & IT)হিসাবে কর্মরত ছিলেন। তৎপূর্বে তিনি মহাপরিচালক হিসাবে শ্রম অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
 
জনাব গৌতম কুমার বিসিএস প্রশাসন ক্যাডারে ১১’শ ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৩ সালের এপ্রিলে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসাবে কাজে যোগদানের মাধ্যমে তাঁর চাকরি জীবন শুরু করেন। সহকারী কমিশনার (ভূমি হিসাবে) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় এবং টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি মাঠ প্রশাসনে সহকারি পরিচালক (স্থানীয় সরকার) হিসাবে টাঙ্গাইল জেলায় এবং কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া ও চকোরিয়া উপজেলায় উপজেলা ম্যাজিস্ট্রেট হিসাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।
 
উপজেলা নির্বাহী অফিসার হিসাবে তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা, রংপুর জেলার পীরগাছা উপজেলা, নওগাঁ জেলার আত্রাই উপজেলা এবং নেত্রকোনা জেলার খালিয়জুড়ি উপজেলায় দায়িত্ব পালন করেন।
 
সচিবালয়ের চাকুরিতে জনাব গৌতম কুমার সিনিয়র সহকারি সচিব হিসাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে, উপসচিব হিসাবে গৃহায়ন ও  গণপূর্ত মন্ত্রালয়ে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তিতে যুগ্মসচিব হিসাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি অতিরিক্ত সচিব হিসাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে দায়িত্ব পালন করেন।
 
চাকরি জীবনে দেশে এবং বিদেশে অনেক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেন। তন্মধ্যে তিনি বুনিয়াদি প্রশিক্ষণ, আইন ও প্রশাসন কোর্স, বাংলাদেশ মিলিটারি  একাডেমি প্রশিক্ষণ,  ল্যান্ড সার্ভে ও সেটেলম্যান্ট কোর্স, এডভান্সড কোর্স ফর এডমিস্ট্রেশন এন্ড ডেভেলপমেন্ট (ACAD), সিনিয়র স্টাফ কোর্স (SSC)  সাফল্যজনকভাবে সমাপ্ত করেন। এছাড়াও  স্থানীয় সরকার বিষয়ে, E -Governance & E-Commerce, Advanced Evidence policy making কোর্স এবং বৃটিশ কাউন্সিল থেকে  English Language course এবং Spoken English কোর্স সফলভাবে সম্পন্ন করেন।
 
বিদেশ প্রশিক্ষণের অংশ হিসাবে এবং ব্যক্তিভাবে তিনি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য (UK), ভারত, চিন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, তানজানিয়া, কেনিয়া, উগান্ডা, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, শ্লোভাকিয়া, অস্ট্রিয়া  স্লোভেনিয়া, ইতালি, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও সুইজারল্যান্ড সফর করেন এবং বহু আর্ন্তজাতিক সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেন।
 
মাঠ প্রশাসনে চাকরিকালিন তিনি বিচারিক কার্যক্রম ছাড়াও দূর্যোগ মোকাবিলা, ত্রাণ তৎপরতা, পাবলিক পরিক্ষা গ্রহণ, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন পরিচালনা করা, সার বিতরণ ও উপজেলা প্রশাসনের নানা উন্নয়ন কর্মকান্ডে জনপ্রতিনিধি ও সরকারি বেসরকারি সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন এবং উন্নয়ন প্রশাসনের কাজ করার মাধ্যমে বাস্তবজ্ঞান ও দক্ষতা অর্জন করেন। তিনি বিভিন্ন উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান পাকাকরণ, শহীদ মিনার , স্মৃতি সৌধ নির্মান এবং ১৯৭১ এর বদ্ধভূমি চিহ্নিত করে সেখানে যথাযোগ্য সন্মান প্রদর্শনের স্থায়ী ব্যবস্থা করেন।
 
জনাব গৌতম কুমার ১৯৬৪ সালে বগুড়া জেলার ধুনট উপজেলার  ধুনট সরকারপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতা: উপেন্দ্র নাথ সরকার, মাতা: শংকরী সরকার। ধুনট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শেরপুর ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি অনার্স সহ এলএল.এম ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ প্রাপ্তির পর চাকরির পূর্ব পর্যন্ত তিনি বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসাবে নিয়োজিত ছিলেন। আইন ও প্রশাসন বিষয়ক তিনি পাঁচটি গ্রন্থ রচনা করেন। এছাড়াও তিনি সাপ্তাহিক “নোতুন খবর” পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
 
জনাব গৌতম কুমার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার তালিকাভুক্ত নিয়মিত লোকসংঙ্গীত শিল্পী। বিভিন্ন অডিও ভিডিও মাধ্যমে তার লোকসংঙ্গীত জনপ্রিয়তা পেয়েছে। তিনি মরমীসাধক বাউল সম্রাট লালন ফকিরের গান সংগ্রহ ও গবেষণা করে যাচ্ছেন।
 
ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং ২ (দুই) কন্যা সন্তানের জনক।