Wellcome to National Portal
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ নভেম্বর ২০১৫

জাতীয় আরকাইভসের সেবা সমূহ

১। গবেষণা সেবা :
        বাংলাদেশ জাতীয় আরকাইভস দেশী ও বিদেশী গবেষকদেরকে গবেষনা ও রেফারেন্স সেবা দিয়ে আসছে। জাতীয় আরকাইভসে সংরক্ষিত সব ধরনের উপাদান দিয়ে গবেষকদের গবেষণা সেবা প্রদান করা হয়।

২। ম্যাপ তথ্য সেবা :

  •     পুরাতন ম্যাপ (১৭৮০-১৯৬৭)
  •     পরগনা ম্যাপ (১৮৪৯-১৮৫৫)

৩। গ্রন্থাগার সেবা :
         বাংলাদেশ জাতীয় আরকাইভসে দুষ্প্রাপ্য গ্রন্থের একটি গ্রন্থাগার রয়েছে। গবেষকগণ তাদের গবেষণা কাজে গ্রন্থাগারটি ব্যবহার করতে পারেন।

৪। ফটোকপি সেবা :
বাংলাদেশ জাতীয় আরকাইভসে গবেষকদের জন্য ফটোকপি সেবা প্রদান করা হয ।
মূল্য তালিকা :
               বই ফটোকপি (প্রতি পৃষ্ঠা) = ২ টাকা
               পত্রিকা দুষ্প্রাপ্য বই প্রতিবেদন ফটোকপি (প্রতি পৃষ্ঠা)= ৫.০০ টাকা
               নথিপত্র ফটোকপি ( প্রতি পৃষ্ঠা )= ৩.০০ টাকা

৫। পরামর্শ সেবা :
        বাংলাদেশ জাতীয় আরকাইভস দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের রেকর্ড সংরক্ষণের বিষয়ে পরামর্শ প্রদান করে থাকে।

৬। সংবাদপত্র পাঠ সেবা :
        বাংলাদেশ জাতীয় আরকাইভস বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকা পাঠ করার সুযোগ রয়েছে।

৭। অবকাঠামোগত সেবা :
বাংলাদেশ জাতীয় আরকাইভসের ব্যবহারের জন্য একটি ২৮২ আসন বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক অডিটোরিয়াম রয়েছে। আগ্রহী যে কোন ব্যক্তি বা প্রতিষ্টান সরকার কতৃক নির্ধারিত ভাড়া পরিশোধ করে অডিটোরিয়ামটি ব্যবহার করতে পারেন।