Wellcome to National Portal
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০১৫

ন্যাশনাল লাইব্রেরীর সংগ্রহ

সংগ্রহ  :
ন্যাশনাল লাইব্রেরীর সংগ্রহ জাতির সাংস্কৃতিক সম্পদ। বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার সংগ্রহের প্রধান বৈশিষ্ট্য হল এটি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা যেমন ভাষা, সাহিত্য, সংস্কৃতি , ইতিহাস ,ঐতিহ্য শিল্পকলা , পুরাতত্ত্ব , আরকাইভস, ধমর্, দর্শন, বিজ্ঞান ও প্রয্ুিক্ত , চিকিৎসা ,প্রকৌশল, কৃষি , অর্থনীতি , গ্র্রন্থাগার ও তথ্য প্রযুক্তি উন্নয়ন , প্রশাসন, পরিবেশ বিজ্ঞান, মহিলা বিষয়ক রাজনীতি , আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে দেশি বিদেশি নতুন নতুন প্রকাশনা সহযোগে যথাসম্ভব ধারাবাহিকভাবে গড়ে উঠে এবং দেশের সকল শ্রেনিরর গবেষক / পাঠকদের ব্যবহার উপযোগি করে প্রয্ুিক্ত সহযোগে স্থায়ী ভাবে সংরক্ষণ করা হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ের উপর প্রতিনিধিত্বমূলক বিদেশি বিশেষ করে দক্ষিণ এ্রশিয়া/ সংগ্রহ স্টাডি বিষয়ক প্রকাশনার সংগ্রহ আমাদের দেশের  জাতীয় গ্রন্থাগারই মূলত এ সকল সংগ্রহ ছাড়াও জাতীয় গ্রন্থাগার কপিরাইট আইনের অধীনে দেশের অভ্যন্তরে  প্রকাশিত সকল প্রকাশনা এবং দান,সৌজন্য বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিগত অনুদান এর প্রকাশনা সংগ্রহ করে থাকে।
 

সংগ্রহ সংখ্যা :
জাতীয় গ্রন্থাগারের সকল প্রকার সংগ্রহ সংখ্যা আনুমানিক  ৫(পাঁচ) লক্ষ  এর বেশি । প্রক্রিয়াকরণকৃত ব্যবহারযোগ্য বই এর সংখ্যা ২ (দুই) লক্ষ।
*বাঁধাইকৃত বাংলা দৈনিক সংবাদপত্রের  শিরোনাম সংখ্যা ১০৩ টি
*বাঁধাইকৃত ইংরেজি দৈনিক সংবাদপত্রের শিরোনাম সংখ্যা ৩১টি
*বাঁধাইকৃত বাংলা সাময়িকির শিরোনাম  সংখ্যা ১৫০টি
*বাঁধাইকৃত ইংরেজি সাময়িকির  শিরোনাম  সংখ্যা ৮টি
*ডিষ্ট্রিক্ট গেজেটিয়ার  (ব্রিটিশ আমলের) শিরোনাম সংখ্যা  ৩০৯টি
*মানচিত্রের সংখ্যা ১৬৮৭ টি
*মাইক্রোফিল্ম রোল ৫৯টি (১৮৭৫-১৯২৬)পর্যন্ত
*মাক্রোফিল্স ১৫০০টি (১৯৮৫-১৯৯২)পর্যন্ত
*১৯৬৮-২০১২ পর্যন্ত কপিরাইট আইনের  অধীনে সংগ্রহ ৬৩৫৭০ টি
*২০১৩ সালে কপিরাইট আইনের  অধীনে সংগ্রহ ৩৬৪৫ টি